পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বীনের মূলনীতির অন্তর্ভূক্ত দু’টি বিষয়ঃ ইছবাত ও নাফি সম্পর্কে বিস্তারিত আলোচনা

ছবি
  * প্রশ্ন-১ দ্বীনের মূলনীতির অন্তর্ভূক্ত দু'টি বিষয় কি কি? উত্তরঃ- দ্বীনের ভিত্তি ও মূলনীতি হচ্ছে “একমাত্র আল্লাহর ইবাদত করা এবং ত্বাগুতকে বর্জন করা । " দ্বীনের ভিত্তি ও মূলনীতি ইছবাত (হ্যা বোধক) ও নাফি (না বোধক) নীতির উপর প্রতিষ্ঠিত । শাইখ আলী আল খুদাইর তাওহীদ প্রসংগে বলেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর এককত্ব সাব্যস্তকরন দুটি জিনিসকে ওয়াজিব করে: ১। নাফি, সমস্ত ব্যক্তি এবং বস্তুর ইবাদাকে অস্বীকার করা ( লা ইলাহা কোন কিছুরই ইবাদত পাওয়ার যোগ্যতা নেই) ২। ইছবাত, আল্লাহর জন্য পরিপূর্নভাবে তা (ইবাদতকে) সাব্যস্ত করা ( ইল্লা আল্লাহ আল্লাহ ব্যতীত) [আত্ তাওহীদ ওয়া তাতিম্মাত' গ্রন্থে] ইমাম মুহাম্মদ বিন আঃ ওয়াহ্হাব (রহ:) বলেন, দ্বীনের মূলনীতি দু'টি বিষয়ঃ প্রথমতঃ ক] একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেয়া যার কোন অংশীদার নেই ।  খ] এ বিষয়ে মানুষকে উৎসাহিত করা।  গ} এ নীতির ভিত্তিতেই বন্ধুত্ব স্থাপন করা ।  ঘ] এটির বর্জনকারীকে কাফির বলে আখ্যায়িত করা । দ্বিতীয়তক]  শিরককে পরিত্যাগ করা এবং আল্লাহর ইবাদতে শিরকের বিষয়ে ভয় প্রদর্শন করা।  খ] এ ব্যাপারে কঠোরতা আরোপ কর...

ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা

ছবি
  * প্রশ্ন-১। ঈমান কি? উত্তরঃ- ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ, নাবী-রাসুলগন, আখিরাত, ফিরিশতাগন ইত্যাদি কয়েকটি মৌলিক বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপনকে ঈমান বলে । ঈমান হচ্ছে তাছদীক বিল জিনান বা অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন, ইক্বরার বিল লিসান বা মুখের স্বীকৃতি এবং আমাল বিল আরকান বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করা। * প্রশ্ন-২ মুমিন কে? উত্তরঃ- কুরআন ও সাহীহ সুন্নাহতে উল্লেখিত ছয়টি রুকন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রতি যে যথার্থ ঈমান আনে এবং সেই অনুযায়ী কাজ করে তাকে মু'মিন বলা হয় প্রকৃত মু'মিনদের পরিচয়ে আল্লাহ্ (সুব) বলেনঃ إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون [الحجرات/15] “তারাই মুমিন, যারা আল্লাহ্ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহ্র পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।” (সূরা হুজরাত ৪৯:১৫) إنّما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون (2) الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ...

ইসলাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ছবি
  * প্রশ্ন-১। ইসলাম কি?  উত্তরঃ- ইসলাম একটি আরবী শব্দ। ইসলাম শব্দের আভিধানিক অর্থ অনুগত হওয়া, নিজেকে সঁপে দেয়া, আত্মসমর্পন করা। ইসলাম মানে আল্লাহর কাছে পরিপূর্ন আত্মসমর্পণ, নিজেকে সঁপে দেয়া এবং পরিপূর্ণ তাওহীদের স্বীকৃতি দেয়া, সকল প্রকার শিরক ও অবাধ্যতা থেকে দূরে থাকা। ইসলামিক পরিভাষায় ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীনের নাম, যা মুহাম্মদ (সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে ইসলাম অর্থ ইসতিসলাম, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, আত্মসমর্পন করা, আত্মসমর্পনের মাধ্যমে তাঁর আনুগত্য করা, এবং রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি ঈমান আনা ও তাঁর অনুসরন করা এবং শিরক থেকে পবিত্র হওয়া এবং শিরকের লোকদের থেকে মুক্ত হওয়া। (আদ দুরার আস সানিয়্যাহ ১/১২৯) * প্রশ্ন-২। মুসলিম কে? উত্তরঃ- আল্লাহর পক্ষ থেকে আসা হাক্ ও পরিপূর্ণ দ্বীন ইসলাম। আল্লাহর কাছে যে নিজেকে পুরোপুরি সঁপে দেয়, আত্ম সমর্পণ করে আনুগত্য করে, এককভাবে শুধু আল্লাহর ইবাদত করে, সমস্ত শিরক থেকে মুক্ত হয়, শিরকের লোকদের থেকে মুক্ত হয়, এবং তার জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনে নেয় রা...

মানুষকে সৃষ্টির উদ্দেশ্য ও আল্লাহর প্রতি মানুষের কর্তব্য কি?

ছবি
  মানুষকে সৃষ্টির উদ্দেশ্য ও আল্লাহর প্রতি মানুষের কর্তব্য কি?   প্রশ্ন-১। আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠানোর সময় কি বলেছিলেন?  উত্তরঃ- মানবজাতিকে (অর্থাৎ সর্বপ্রথম মানব আদম ও তাঁর স্ত্রীকে) এ দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা) বলেছিলেনঃ  قلنا الهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوفعليهم ولا هم يحزنون “আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়েত পৌছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর না কোন ভয় আসবে, না (কোন কারণে) তারা চিন্তাগ্রস্ত ও সন্ত্রস্ত হবে।” (সূরা বাকারা ২৪৩৮)  আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবজাতির নিকট পাঠাবেন হিদায়াত, আর যারা সে হিদায়াতের অনুসরন করবে তাদের কোন চিন্তা থাকবে না বরং তারা সফলকামদের অন্তর্ভূক্ত হবে।   প্রশ্ন- ২ । আমাদের কি এমনি এমনি কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করা হয়েছে?  উত্তরঃ- আল্লাহ্ (সুবঃ) এমনি এমনিই কোন উদ্দেশ্য ছাড়া আমাদেরকে সৃষ্টি করেননি, বরং আমাদের সৃষ্টির পেছনে রয়েছে সুনির্দিষ্ট উদ্দেশ্য। আল্লাহ্ (সুবঃ) বল...