দ্বীনের মূলনীতির অন্তর্ভূক্ত দু’টি বিষয়ঃ ইছবাত ও নাফি সম্পর্কে বিস্তারিত আলোচনা
* প্রশ্ন-১ দ্বীনের মূলনীতির অন্তর্ভূক্ত দু'টি বিষয় কি কি? উত্তরঃ- দ্বীনের ভিত্তি ও মূলনীতি হচ্ছে “একমাত্র আল্লাহর ইবাদত করা এবং ত্বাগুতকে বর্জন করা । " দ্বীনের ভিত্তি ও মূলনীতি ইছবাত (হ্যা বোধক) ও নাফি (না বোধক) নীতির উপর প্রতিষ্ঠিত । শাইখ আলী আল খুদাইর তাওহীদ প্রসংগে বলেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর এককত্ব সাব্যস্তকরন দুটি জিনিসকে ওয়াজিব করে: ১। নাফি, সমস্ত ব্যক্তি এবং বস্তুর ইবাদাকে অস্বীকার করা ( লা ইলাহা কোন কিছুরই ইবাদত পাওয়ার যোগ্যতা নেই) ২। ইছবাত, আল্লাহর জন্য পরিপূর্নভাবে তা (ইবাদতকে) সাব্যস্ত করা ( ইল্লা আল্লাহ আল্লাহ ব্যতীত) [আত্ তাওহীদ ওয়া তাতিম্মাত' গ্রন্থে] ইমাম মুহাম্মদ বিন আঃ ওয়াহ্হাব (রহ:) বলেন, দ্বীনের মূলনীতি দু'টি বিষয়ঃ প্রথমতঃ ক] একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেয়া যার কোন অংশীদার নেই । খ] এ বিষয়ে মানুষকে উৎসাহিত করা। গ} এ নীতির ভিত্তিতেই বন্ধুত্ব স্থাপন করা । ঘ] এটির বর্জনকারীকে কাফির বলে আখ্যায়িত করা । দ্বিতীয়তক] শিরককে পরিত্যাগ করা এবং আল্লাহর ইবাদতে শিরকের বিষয়ে ভয় প্রদর্শন করা। খ] এ ব্যাপারে কঠোরতা আরোপ কর...