সকল নবী-রাসূলগণের দায়িত্ব কি ছিল? দলীল-প্রমাণসহ বর্ণনা :
প্রশ্ন: সকল নবী-রাসূলগণের দায়িত্ব কি ছিল? দলীল-প্রমাণসহ বর্ণনা করুন?
উত্তর: সকল নবী-রাসূলগণের দায়িত্ব ছিল দ্বীন কায়েম করা। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে:
{شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه} [الشورى : 13]
وموسى وعيسي )
অর্থ: “তিনি তোমাদের জন্য দ্বীন (জীবন ব্যবস্থা) বিধিবদ্ধ করে দিয়েছেন; (তা হচ্ছে ঐ জীবন ব্যবস্থা) যার ব্যাপারে তিনি নূহ (আ:) কে নির্দেশ দিয়েছিলেন । আর আমি (আল্লাহ) তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইবরাহীম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হল, তোমরা দ্বীন কায়েম করো এবং এই ব্যাপারে (দ্বীন কায়েম করতে গিয়ে) একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না।"৬৫
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব ছিল দ্বীন কায়েম করা । আল্লাহ (সুব:) পবিত্র কুরআনে ইরশাদ করেছেন:
{ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كـره
{ অর্থ: “তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দ্বীনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে ।”৬৬ অন্যত্র ইরশাদ হচ্ছে:
وكفى باللـه كله {هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين
অর্থ: “তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দ্বীনের উপর বিজয়ী করেন, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।"" অন্য স্থানে আল্লাহ্ (সুব:) ইরশাদ করেন:
{ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كـرة
অর্থ: “তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দ্বীনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। ৬৮
এ তিনটি আয়াতে এ-৬ (হুদা) মানে হচ্ছে “ঈমান” আর দ্বারা বুঝানো হয়েছে। (আ'মালে সালেহা) অর্থাৎ নেক আমল । এর অর্থ হচ্ছে ইসলামকে সমস্ত ধর্মের উপর ও সমস্ত মতবাদের উপর বিজয়ী করা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন