শবে বরাতঃ শা'বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে আরবীতে ৬ শাবানের মধ্যরজনী বলা হয়। বাংলাদেশসহ পাক ভারত উপমহাদেশে এ রাতটি 'শবে বরাত' হিসেবে পরিচিত। 'শবে বরাত' শব্দ দু’টি ফার্সী 'শব' মানে রাত আর 'বরাত' মানে ভাগ্য। একত্রে শব্দ দু'টির অর্থ হচ্ছে ভাগ্যরজনী। যারা এ রাতটি উদযাপন করে তারা বিশ্বাস করে যে, এ রাতে মানুষের আগামী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। তাই তাদের ধারণা মতে এ রাতকে শবে বরাত- মানে ভাগ্য রজনী বলা হয় । এ রাতকে পবিত্র মনে করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয় । শবে বরাত উপলক্ষে যা করা হয়ঃ সুর্যাস্তের পর গোসল করা, রাতে সমবেতভাবে মসজিদে অবস্থান করে সালাত, যিকর, কুরআন তেলাওয়াত, কবর যিয়ারত, মিলাদ, ভোর রাতে সমবেত মুনাজাত করা, পরের দিন সাওম পালন করা ইত্যাদি। এদিন ব্যাপকভাবে হালুয়া রুটি তৈরী করা ও বিতরণ করা। শবে বরাতকে ঘিরে যে আকীদা পোষণ করা হয় এবং এ রাতটিকে যেভাবে উদযাপন করা হয় কুরআন-সুন্নাহ তে এর কোন ভিত্তি আছে কি? মুসলিম হিসেবে আমাদের ঈমানী দায়িত্ব আমরা যে কোন বিশ্বাস পোষণ করব তা কুরআন-সুন্নাহর ভিত্তিতেই করব। যে কোন কাজ করব তা কু...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন