আমাদের উপরও কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে?
আমাদের উপরও কি পরীক্ষা আসবে? উত্তর: হ্যা! যারাই দ্বীনে হক্বের কথা বলবে তাদের উপরেই পরীক্ষা আসবে কারণ পরীক্ষা ছাড়া খাঁটি মু'মিন হওয়া যায় না । স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় ঝুলতে চায় তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ীর পেটা খেতে হয়। তেমনিভাবে মুমিনরাও যদি জান্নাত পেতে চায় তাহলে তাদেরকেও পরীক্ষার সম্মুখিন হতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ্ (সুব:) ইরশাদ করেছেন: أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مـستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله آل অর্থ: “তোমরা কি ভেবেছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মত কিছু আসেনি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে । তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল এমনকি রাসূল ও তার সাথি মুমিনগণ বলছিল, 'কখন আল্লাহর সাহায্য (আসবে)'? জেনে রাখ, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী । অপর আয়াতে ইরশাদ হয়েছে: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمـرات অর্থ: “আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদি...